ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক মামলার দুজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে বরগুনার বেতাগীতে গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ। মঙ্গলবার ৯ নভেম্বর উপজেলার সরিষামুড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক মাস জেলের আদেশ দিয়েছেন আদালত।
আসামিরা হলেন দক্ষিণ কালিকাবাড়ি এলাকার বাসিন্দা গনি হাওলাদারের ছেলে রাসেল ও দক্ষিণ ভোড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মাইনুদ্দিন।
বেতাগী থানাসূত্রে জানা যায়, ২০১৬ সালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বেতাগী থানায় মামলা হয়। মাদকসহ গ্রেফতারের পর মামলা হলে বিচার প্রক্রিয়ার জন্য আদেশ দেন বরগুনা আদালত।
এর পর মঙ্গলবার বেলা ১১টায় গ্রেফতারকৃত আসামিদের বরগুনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বেতাগী থানার ওসি জনাব, মো. শাহ আলম জানান, গ্রেফতারকৃত মাদক মামলার আসামি রাসেল ও মাইনুদ্দিন বেতাগীর চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
“মিরাজুল ইসলাম সংবাদদাতা বরগুনা”