শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:০১

২৭ লিটার মদসহ গ্রেফতার একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৭ লিটার চোলাই মদসহ সুমন দাশ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ আর এই ঘটনা চট্টগ্রাম নগরীর সিআরবি গোয়ালপাড়া এলাকার।
সোমবার ( ৮ নভেম্বর) বিকেলে নগরীর গোয়ালপাড়া বজ্রধাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি জনাব, মোঃ নেজাম উদ্দিন।
সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে নগরীর গোয়ালপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালালে সুমন দাশ নামে এক যুবককে গ্রেফতার করা হয় এবং এসময় তার কাছ থেকে ২৫টি স্যালাইনের প্যাকেটে রাখা সাড়ে ২৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় ।
ওসি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।