ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মিতু হত্যা মামলায় গ্রেফতার এহতেশামুল হক ভোলার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব, মেহনাজ রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে শনিবার (২৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব, শফি উদ্দীনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এহতেশামুল হক ভোলা। এর আগে গত শুক্রবার (২২ অক্টোবর) রাতে যশোরের বেনাপোল থেকে ভোলাকে গ্রেফতার করা হয়।
এহতেশামুল হক ভোলার আইনজীবী জনাব, কেএম সাইফুল ইসলাম বলেন, হাইকোর্ট থেকে জামিন নিয়েছিল এহতেশামুল হক ভোলা। হাইকোর্টের আদেশ মতে বেলবন্ড দিয়েছিলাম। অসুস্থ থাকার কারণে জামিনের সময় বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছিল। গ্রেফতারের পরে শনিবার বন্ধের দিনে আদালতে হাজির করা হলে জামিন আবেদন করা যায়নি এবং পরে জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় বিচারপতি জনাব, মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জনাব, কেএম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ ভোলাকে চার সপ্তাহের জামিন দেন। একই সঙ্গে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তাকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। গত ১৪ অক্টোবর চট্টগ্রাম মহানগর দায়রা জজ জনাব, শেখ আশফাকুর রহমানের আদালতে জামিনের সময় বাড়ানোর আবেদন করলে ভোলার আবেদন নামঞ্জুর করেন। ভোলা হাইকোর্টের নির্দেশনা পালন না করায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।