শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:৩৬

৯৯৯ ফোন নেশাগ্রস্থদের হামলা থেকে আত্নরক্ষা পেতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাঁজা খাওয়ায় বাঁধা দেয়ায় ঘটনায় নেশাক্তদের হামলার শিকার সাবেক ইউপি সদস্য ও তার স্ত্রী আর এই ঘটনা পটুয়াখালীর বাউফলে। নেশাক্তরা বাড়িতে প্রবেশ সড়ক কেটে বিচ্ছিন্ন করে দেয়া সহ ২৫টি ফল গাছ কেটে ফেলেছে। আতঙ্কিত পরিবার ৯৯৯ এ ফোন করলে
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পুলিশ আসায় সটকে পরে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামের চার নং ওয়ার্ডের তিনবারের সাবেক ইউপি সদস্য মো. আশরাফুল আলম বুধবার দিবাগত রাত ৯টায় বাড়িতে প্রবেশকালে স্থানীয় ছেলেদের গাঁজা সেবন করতে দেখে বাড়ীর সামনে থেকে চলে যেতে বলেন। ওই সময় সেবনকারীদের সাথে বিকবিতান্ডা হলে তাকে ভয়ভীতি দেখায়। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় কোন কিছু বুঝে না উঠার আগেই
বহিরাগত ৭/৮জন বাড়ির প্রবেশ সড়কের মাটি কেটে
ফেলে রাস্তাটি আলাদা করে দেয়। ভুক্তভোগীরা প্রতিকার পেতে ৯৯৯ এ ফোন করে
পুলিশি সহায়তা চায়। ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই ওই সড়কের দু’পাশে
রোপিত নারিকেল, পেয়ারা, মালটা ও কলা জাতের প্রায় ২৫টি ফল গাছ কেটে ফেলে
সটকে পরে দুর্বৃত্তরা।
এ ঘটনায় বাউফল থানার ওসি জনাব, মো. আল-মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো
হয়েছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”