ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পটুয়াখালী প্রেসক্লাবের সকল সদস্যদের ল্যাপটপ উপহার দিয়েছেন পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব, খলিলুর রহমান মোহন। মঙ্গলবার বেলা ১২টায় প্রেসক্লাবের ৩৪ জন সদস্যের হাতে এ উপহার তুলে দেন তিনি।
জেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব, শাহ মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে ল্যাপটপ বিতরন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জনাব, স্বপন ব্যার্নাজী, সাধারন সম্পাদক জনাব, মো.জালাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেণ, সাংবাদিকরা আগামী দিনে যাতে দ্রুত সময়ের মধ্যে পটুয়াখালীর সমস্যা ও সম্ভাবনা জাতির সামনে তুলে ধরতে পারেন সে জন্যই তাদের প্রত্যেককে ল্যাপটপ প্রদান করা হয়েছে। এতে করে সাংবাদিকদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
“মিজানুর রহমান অপু সংবাদদাতা পটুয়াখালী”