ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনার টিকা গ্রহণের সময় বগুড়ার শিবগঞ্জে মরিয়ম বেগম নামে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় পাঁচ নারীকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- বাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দলমডল গ্রামের ইউনুস আলীর স্ত্রী নাজমা বেগম, কাওসার আলীর স্ত্রী ফুলতারা বেগম, মো. শামীমের স্ত্রী রাবেয়া বেগম, হবিগঞ্জ সদরের উচাইল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগম এবং চুনারুঘাট উপজেলার জোয়ার লালচাঁদ গ্রামের বাশির উদ্দিনের স্ত্রী জোসনা বেগম।
পুলিশ জানায়, সকালে মোকামতলা ইউনিয়নের চকপাড়ার হুজ্জাতুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি টিকাদান কেন্দ্রের লাইনে দাঁড়ালে নাজমা বেগমসহ আরো পাঁচজন নারী মরিয়মের পাশে দাঁড়ায়। এক পর্যায়ে মরিয়ম বেগমের পেছনে দাঁড়িয়ে বোরকার ভেতরে হাত দিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে নাজমা বেগম ও বাকিরা। ঐ সময় মরিয়ম বেগম চিৎকার দিলে আশপাশের লোকজন পাঁচ নারীকেই আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাদের নিয়ে যায়।