ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বালুবোঝাই পিকআপ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ আর এই ঘটনা গোপালগঞ্জের মুকসুদপুরে। এ সময় পিকআপ চালক ও বালুর মালিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী খাদ্য গুদামের কাছ থেকে চালক ও বালুর মালিকসহ পিকআপটি আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী খাদ্য গুদামের কাছ থেকে বালুবাহী একটি পিকআপ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পিকআপ থেকে বালু আনলোড করা হয়।
এ সময় বালুর ভেতরে থাকা আটটি ঢাল, ১৩০টি লোহার কালি, ১০০টি বলণ্টম (বাসের কুড়ার সঙ্গে সেটিং কালি), ১৮০টি বাঁশের কুড়া, ৩৭ বাঁশের লাঠি জব্দ করা হয়। একই সঙ্গে পিকআপ চালক কামরুল শেখ (২০) ও বালু বিক্রেতা সাইদুর শেখকে (২৫) আটক করা হয়। আটকদের বাড়ি একই উপজেলার পার্শ্ববর্তী গঙ্গারামপুর গ্রামে।