ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারাদেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১পালিত হয়েছে “মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্ততি “এই স্লোগান সামনে রেখে ১৩ অক্টোবর নগরকান্দা উপজেলার ত্রান ও দূর্যোগ অধিদপ্তর এর উদ্যোগে সকাল ১০ টার সময় বর্ণাঢ্য র্যালী,ভূমিকম্প অগ্নিকান্ড বিষয়ক মহড়া, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠান টি শুরু হয়। সকাল ১০ টার সময় একটি বর্ণাঢ্য র্যালী বের করে নগরকান্দা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে। ১০টা ৩০ মিনিটে ভূমিকম্প অগ্নিকান্ড বিষয়ক মহড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনী দেখানো ও সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, জেতী প্রু সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির সঞ্চলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু সেখ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার রিটা, নগরকান্দা উপজেলা ফায়ারসার্ভিস কর্মকর্তা মাহাবুব প্রমুখ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”