সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:৪৪

মন্দিরে ১৪৪ ধারা জারি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদারগঞ্জ ভাতগাঁও শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজায় ১৪৪ ধারা জারি করা হয় ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে। এবারো বাদ পড়েনি, জারি করা হয়েছে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা।
শারদীয় দুর্গাপূজা নিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পন্থীদের সঙ্গে ইসকন ব্যতীত সনাতন অংশের সংঘর্ষের আশঙ্কায় এ ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।
মন্দির এলাকায় শনিবার বিকাল থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারির আদেশ দিয়েছেন সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, শাহরিয়ার রহমান।
ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নজু বলেন, মন্দিরের জমির ভোগদখল নিয়ে ইসকনপন্হী হিন্দু ও সনাতন সম্প্রদায় এবং ক্ষুদ্র- নৃগোষ্ঠী (ওরাঁর-সাওতাঁল) ওই তিন অংশের মধ্যে বিরোধ চলে আসছিল। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে হিন্দু সম্প্রদায়দের বিরোধ নিষ্পত্তি হলেও তাদের মধ্যে এক যুগ ধরে বিরোধ রয়ে গেছে।
তিনি জানান, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও ইসকন ব্যতীত অন্য অংশের সংঘর্ষ হয়। সে সময় ইসকনভক্তদের হামলায় মন্দিরের সেবায়েত ফুলবাবু নিহত হন। সেই থেকে ওই মন্দিরে দুর্গাপূজার সময় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে আসছে।