রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:১৩

প্রস্তুতিমূলক সভা দুর্গাপূজা উদযাপনের জন্য।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা নিবার্হী কর্মকর্তা চলমান (ভারপ্রাপ্ত) জনাব, মো. আল-আমিন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জনাব, আব্দুল মোতালেব হাওলাদার ।
সভায় আরো বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিসু তালুকদার,বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব, আল-মামুন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অতুল চন্দ্র পাল,সুধির নট্রসহ প্রমূখ। সভায় উপজেলার ৭০টি পুজামন্ডপের কমিটি বৃন্দ উপস্থিত ছিলেন বাউফল উপজেলায় মোট ৭০টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে সরকারি ভাবে আধা টন করে চাউল দেওয়া হবে।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”