ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রবিউল করিম (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর এই ঘটনা নাটোরের গুরুদাসপুর উপজেলায়।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটকৃত ব্যক্তি উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের জয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে রবিউল করিম (৩২)।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুকে বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে দোকানে যাওয়ার কথা বলে সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশী নজরুল ইসলামের বাড়ির ছাদে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে রবিউল। এ সময় শিশুটির চিৎকারে ধর্ষক পালিয়ে যায়। এরপরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে পুলিশ সোমবার (৪ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউলকে আটক করতে না পারলেও মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে উপজেলার জুমাইনগর গ্রামে অভিযুক্তের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি জনাব, মো. আবদুল মতিন বলেন, সোমবার (৪ অক্টোবর) রাত ২টার সময় অভিযোগ পেয়েছি। ডাক্তার জানিয়েছে শিশুটির শরীরে ধর্ষণের আলামত রয়েছে।
তিনি আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে নাটোর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।