বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৫৬

গ্রেফতার একজন এবং পিস্তল ও গুলি উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে জুয়েল (২৮) নামে এক যুবককে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার জনাব, মো. শহীদুল ইসলাম। জুয়েল আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আবদুর রবের ছেলে।
পুলিশ সুপার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশের একাধিক দল। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দিনগত রাতে বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে রাত সাড়ে ৩টার দিকে আলাইয়াপুরের হাসান আলী মিঝিবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়।
পরে তার শরীরে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জুয়েলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে জানান পুলিশ সুপার জনাব, মো. শহীদুল ইসলাম।
অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।