ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নকল কসমেটিকস উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আর এই ঘটনা ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায়। অভিযানে বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দসহ পাঁচ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব, এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ১১টা হতে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলা ওই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. মাজহারুল ইসলাম।
র্যাব-১০ ও বিএসটিআই প্রতিনিধি দলের সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অনুমোদনহীন অস্বাস্থ্যকর খাবার, নকল ও অনুমোদনহীন কসমেটিক্স উৎপাদন মজুদ ও বিক্রি করার অপরাধে রিয়ালি কর্পোরেশনকে চার লক্ষ টাকা, আহাদ প্রডাক্টকে দুই লক্ষ টাকা,
জি.আহাদ কেমিক্যাল অ্যান্ড ফুড প্রডাক্টকে দুই লক্ষ টাকা, ম্যাডাম কসমেটিক্সকে দুই লক্ষ টাকা ও দিশা মনি কসমেটিক্সকে দুই লক্ষ টাকা করে মোট ১২ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বেশ কয়েকদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল কসমেটিকস উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিল বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।