শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:২৫

আটক ২ জন এবং ভারতীয় শাড়ি জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারতীয় শাড়ি-কাপড়সহ দুই জনকে আটক করেছে পুলিশ আর এই ঘটনা ময়মনসিংহের ফুলপুরে। এসময় পিকআপ ভ্যান থেকে ৬৫০ পিস শাড়ি জব্দ করা হয়।
সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বওলা বাজার এলাকায় শাড়ি ভর্তি পিকাপ ভ্যানটি আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, চালক ময়মনসিংহ শহরের শিকারীকান্দা এলাকার গিয়াস উদ্দিনের পুত্র মো. আকরাম হোসেন (২২) এবং চালকের সহকারী নেত্রকোনা জেলার কলমাকান্দা জিগারতলা এলাকার মোহাম্মদ আবদুল কাদিরের পুত্র মো. সোহাগ মিয়া (২৫)।
ফুলপুর থানা এস আই আশরাফুল আলম সাংবাদিক দের জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে শাড়ি গুলো তারা ধৌবাউড়া থেকে ময়মনসিংহ শহরে পলাশ নামের এক কাপড় ব্যবসায়ীর জন্য নিয়ে যাচ্ছিলেন। এছাড়াও শাড়ি কাপড় গুলো দেখে বোঝা যাচ্ছে দুর্গাপূজা উপলক্ষে আনা হয়েছে।