ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারতীয় গরু আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তী টকলেট বাড়ী নামক এলাকা হতে এই গরু আটক করে বিজিবি।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল জনাব, এ এস এম জাকারিয়া শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, জেলার কলমাকান্দা উপজেলার ৫নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ আবুল আলম চৌধুরী-এর নেতৃত্বে ৬ সদস্যের টহল দল সীমান্তে টহল দিচ্ছিল।
শুক্রবার বিকালে মেইন পিলার ১১৭০ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টকলেট বাড়ী নামক স্থান হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ টি ভারতীয় গরু আটক করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।
আটককৃত গরু নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা দেয়া হয়েছে। তবে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”