মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:৫৪

একজন খুন এবং গ্রেফতার ২ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খুনের ঘটনা ঘটেছে সিলেটের জৈন্তাপুর উপজেলায়। উপজেলার দরবস্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের করপাড়া গ্রামে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দেবরের হাতে ভাবি খুনের এই ঘটনা ঘটে।
নিহত সোনারা বেগম (৪৫) ওই গ্রামের ওহাব মিয়ার স্ত্রী। এ দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
তারা হলেন- গ্রামের ওমার আলীর ছেলে আবদুল করিম (৪০) ও করিমের স্ত্রী শিরিন বেগম। করিম সম্পর্কে সোনারা বেগমের দেবর হন।
খুনের ঘটনাটি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি জনাব, গোলাম দস্তগীর। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানোর কারণে খুন হয়েছেন সোনারা বেগম।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।