সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:৪৮

প্রথম পুরস্কার পাচ্ছে জেলা প্রশাসক আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উল্লেখযোগ্য অবদানের জন্য জেলা পর্যায়ে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়কে প্রথম পুরস্কারে মনোনীত করেছে তথ্য কমিশন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উদযাপন উপলক্ষে তথ্য অধিকার আইন বাস্তবায়নে নেত্রকোনা জেলা প্রশাসক জনাব, কাজি মোঃ আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য অধিকার বিষয়ক পুরস্কার প্রদানে তথ্য কমিশন জেলা পর্যায়ে ৬৪টি জেলার মধ্যে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়কে প্রথম পুরস্কার মনোনীত করেছে।
তিনি আরো জানান, আগামী ২৮ সেপ্টেম্বর রাজধানীর আগারগাওঁ প্রত্নতন্ত্র অধিদপ্তর মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব, ড. হাসান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের হাতে এ পুরস্কার তুলে দিবেন।
এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন আমাদের বর্তমান সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় একটি মাইলফলক। আমরা নেত্রকোনা জেলা প্রশাসন আমাদের তথ্য প্রদানের ও তথ্য প্রবাহ ঠিক রাখার জন্য এবং জনগণের কাছে তথ্য পৌঁছানোর জন্য যতগুলো মাধ্যম রয়েছে প্রত্যেকটি মাধ্যমকে সক্রিয় করেছি, তথ্য সমৃদ্ধ করেছি এবং সে তথ্য যেনো জনগণের কাছে পৌঁছে সে ব্যবস্থা করেছি।
এছাড়া আমরা তথ্য অধিকার আইন সহ তথ্য প্রদানের ক্ষেত্রে যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো যথাযথ বাস্তবায়ন করেছি, চেষ্টা করেছি অংশীজন যারা রয়েছে বিশেষ করে সকল অংশীজন যেন তথ্য প্রদানের ক্ষেত্রে উৎসাহ বোধ করে এবং তাদের নিজস্ব অফিসে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে। প্রশিক্ষণ প্রদান করা ও তথ্য প্রদানের ক্ষেত্রে তাদের উদ্বুদ্ধ করা সহ সার্বিক কার্যক্রমগুলো আমরা সম্মিলিতভাবে করেছি।
আমরা মনে করি নেত্রকোনা জেলা,জেলা পর্যায়ে সারা বাংলাদেশে প্রথম হওয়াটা অবশ্যই আনন্দের বিষয়। তথ্য অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে যে অবদান জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সে অবদানের এই স্বীকৃতি আমাদের নেত্রকোনা জেলার, আমাদের সকলের। এজন্য, তথ্য কমিশনকে নেত্রকোনা জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”