ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে বুড়িগঙ্গা নদীতে সদরঘাট নৌ থানা পুলিশ।
রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা কটন মিলের সামনে মাঝনদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটি বেশ কিছুদিন আগের হওয়ায় পচন ধরেছে বলে জানা গেছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, আব্দুল কাইয়ুম সরদার জানান, ভাটার পানিতে বাবুবাজারের দিক থেকে কচুরিপানার সঙ্গে লাশটি ভেসে আসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।
লাশটি কয়েক দিন আগের হওয়ায় ফুলে গিয়ে পচন ধরার কারণে গায়ে কোনো আঘাতের চিহ্ন বা বয়স অনুমান করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বা লাশের পরিচয় শনাক্ত হলে মৃত্যুর কারণ বলা যাবে।