সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:২৮

পুলিশের হাতে আটক ১০ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০ জন আসামিকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ আর এই ঘটনা ফরিদপুরের নগরকান্দায়।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মানিকদি গ্রামের এস্কেন ফকির (৪০), আবুল ফকির (৩৮), সারোয়ার (৬৫), ইব্রাহিম মোল্লা (৩০), কচি মাতুব্বর (৪০), সুমন ফকির (২২), সারোয়ার হোসেন ভুইঁয়া (৪২), সাহেদ আলী (২২), সম্রাট শেখ (২০) ও হারুন শেখ (২৫)।
জানাযায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের অভিযোগে ফরিদপুরের পুলিশ সুপার জনাব, মোঃ আলিমুজ্জামান (বিপিএম) এর দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব, সুমিনুর রহমান ও থানা অফিসার ইনচার্জ জনাব, সেলিম রেজা বিপ্লব এর সার্বিক সহায়তায়, এস আই আব্দুল্লাহ আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার মানিকদি এলাকা থেকে তাদের আটক করে।
পরে আটককৃতদের বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”