শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:৪৮

বাংলাদেশ সেনাবাহিনী কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কাজ করছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেসিক কম্পিউটার ও অফিস ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থীদের খাগড়াছড়ি জেলা সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় বেকারত্ব দূরীকরণে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আত্মকেন্দ্রিক ভাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন পানছড়ি সাব জোন এ গত ১৪ফেব্রুয়ারি ২০১৯ তারিখে কম্পিউটার প্রশিক্ষণ ক্লাব প্রতিষ্ঠা করা উক্ত ক্লাবে এ পর্যন্ত পাঁচটি ব্যাচে সর্ব মোট ৮২ জন বেসামরিক প্রশিক্ষনার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন করা হয়।
উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে “বেসিক কম্পিউটার ও অফিস ম্যানেজমেন্ট” কোর্সের ৪র্থ ও ৫ম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।
বুধবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন আহসান হাবীব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল জনাব, তৌফিকুল বারী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব, চন্দ্র দেব চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা,পানছড়ি থানার অফিসার ইনচার্জ ( ওসি) জনাব, আনচারুল করিম,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য বাহার মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্ণেল জনাব, তৌফিকুল বারী বলেন,আগামী পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় কম্পিউটার শিক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদর জন্য পানছড়ি সাবজোনের উদ্যোগে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানান পানছড়ির সাবজোন কমান্ডার ক্যাপ্টেন আহসান হাবীবকে। তিনি আরো বলেন,আমরা এমন কাজে সব সময় আপনাদের পাশে আছি। আগামীতে প্রশিক্ষনার্থীদের সংখ্যা আরও বাড়ানোর হবে।যাতে সব এলাকা থেকে দরিদ্র শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষার জ্ঞান লাভ করে সামাজিক উন্নয়নে ও নিজেকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”