ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক প্রতিবন্ধী ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়েছে পটুয়াখালীর বাউফলে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কালাইয়া লঞ্চঘাট পন্টুন থেকে ওই লাশ উদ্ধার করে কালাইয়া নৌ পুলিশ। ওই প্রতিবন্ধী ব্যক্তির নাম নাসির মোল্লা (৪২)। তিনি উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের ইসমাইল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টায় কালাইয়া লঞ্চঘাট এলাকায় ভিক্ষা করতেছিল নাসির। রাতে দোকানপাট বন্ধ হলে তিনি পন্টুনের একপাশে ঘুমিয়ে পড়েন। সকালে ঘাটের শ্রমিকরা তাকে মৃত দেখে পুলিশকে খবর দেন।
ঘাট ইজারাদারের প্রতিনিধি শামিম আহম্মেদ বলেন, বুধবার রাতে নাসির খুব অসুস্থ অবস্থায় লঞ্চঘাট পন্টুনে আসেন। রাতে তিনি পন্টুনে ঘুমিয়ে পড়েন। সকালে লাশ দেখে আমরা পুলিশকে খবর দেই।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, নাসিরের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”