ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযান চালিয়ে ১৮ হাজার ৫ শত পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার (ডিএনসি) আর এই ঘটনা কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার ও শহরের ঝাউতলা এলাকার। এদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) সোয়া ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম উখিয়ার কুতুপালং বাজারস্থ কক্সবাজার-টেকনাফ সড়কের পশ্চিম পাশে মায়ের দোয়া বিরিয়ানি হাউজ হোটেলের সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক রোহিঙ্গা হলেন, উখিয়ার কুতুপালং ১নং ক্যাম্পের ব্লক ডি -১১ হেড মাঝি মো: তৈয়বের তত্ত্বাবধানে থাকা মোহাম্মদ হোসেনের পুত্র মো: জালাল আহাম্মদ (২২)।
অন্যদিকে একইদিন সন্ধ্যা ৬ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার পৌরসভার ঝাউতলা প্রধান সড়কস্থ মেসার্স মনির স্টোর নামের এক মুদি দোকানের সামনে থেকে ৮ হাজার ৫ শত পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলেন, রামুর জোয়ারিয়ানালার ৫ নং ওয়ার্ডের আদর্শ গ্রামের আব্দুর রহিমের ছেলে মো: রিয়াজ উদ্দিন (২৩) ও দক্ষিণ মিঠাছড়ির ৮ নং ওয়ার্ডের মুরার কাচা এলাকার আবুল কালাম এর ছেলে রিয়াজ উদ্দিন (১৯)।
আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, মোহাম্মদ রুহুল আমিন ও পরিদর্শক জীবন বড়ুয়া বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করেছে।