শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:৩৩

টয়লেট থেকে জীবিত নবজাতক উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেট থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে। টয়লেটের ভেতরে হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনে ওই নবজাতকের খোঁজপান কলেজের কর্মচারী।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটিকে জীবিতবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর পুলিশকে কলেজ ও হাসপাতাল সমাজসেবা কর্তৃপক্ষ খবর দেয়।
জেলা সমাজসেবার অফিসের প্রবেশন অফিসার কীর্তি বিজয় চাকমা ও সদর হাসপাতালের সমাজসেবা অফিসার মো. নাজমুল হাসান জানান, খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেট থেকে এক নবজাতক কন্যাশিশু পাওয়া গিয়েছে, এমন সংবাদ পাওয়ার পরপরই আমরা জেলা হাসপাতালে এসেছি। শিশুটি আপাতত সুস্থ আছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান আছে। বিস্তারিত পরে জানা যাবে।
এ ব্যাপারে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রিপ্পল বাপী চাকমা জানান, প্রথমে শিশুটিকে মা ও শিশু হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে সদর হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শিশুটি মোটামুটি সুস্থ এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ রশীদ জানান, খাগড়াছড়ি সরকারি কলেজের কয়েকজন শিক্ষক সকাল সাড়ে ১১টার দিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি সুস্থ আছে। আদালতের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার গ্রহণ করা হবে।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”