শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:০২

অভিযানে ডাকাত দলের ছয় সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির প্রস্তুতিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ইজিবাইক, ৩ টি চাপাতি, ৩টি চাকু, ১টি দা, ২টি প্লাস, ১টি সেলাই রেঞ্জ, ৬ টি মোবাইল সেট সহ নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানটি ফরিদপুরের পুলিশ সুপার জনাব, মোঃ আলিমুজ্জামান (বিপিএম) এর দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব, সুমিনুর রহমান ও থানা অফিসার ইনচার্জ জনাব, সেলিম রেজা বিপ্লব এর সার্বিক সহায়তায়, এস আই মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ৫ সেপ্টেম্বর রাত ২ টায় উপজেলার কৃষ্ণার ডাংগী এলাকা থেকে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন, সুমন কাজী ওরফে পাপ্পু (২৫), সোহেল মাতুব্বর(২৫), লতিফ মাতুব্বর(৩৮), রবিন মোল্যা(২০), রহিম খান(২০), নুর ইসলাম মোল্যা(৫৫)।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”