শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৯

এক নারী মাদক কারবারি আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আফসানা মিমি (২৬) নামে জয়পুরহাটে এক নারী মাদক কারবারিকে ইয়াবা ও হেরোইনসহ আটক করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বিকালে জেলার আক্কেলপুর উপজেলার পশ্চিম রুকিন্দিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আফসানা মিমি নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামের মিঠু হোসেনের স্ত্রী। তিনি দির্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০পিচ ইয়াবা, ৫ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আফসানা সীমান্ত এলাকা থেকে ইয়াবা, হেরোইন পাচার করে জেলার বিভিন্ন মাদক কারবারিদের কাছে সরবরাহ করতো বলেও ওসি জানান।