ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে চাউল চুরিকে কেন্দ্র করে দুই গ্রুপেরর মধ্যে সংঘর্ষের রুপ নেয়। বুধবার রাতে তালমা বাজারের নিখিল সাহ এর চাউলের দোকান থেকে ৫০ বস্তা চাউল চুরি হয়। নৌকায় করে চোরেরা চাউল বাড়িতে নিয়ে রাখে।
চাউল মালিক গপনে চোরের বাড়ি চাউল রাখার বিষয় জানতে পারে এবং থানা পুলিশের সহযোগীতায় আজিজ চোরের বাড়ি মানিকদাহ পাগলপাড়া হতে অভিযান চালিয়ে ২০ বস্তা চাউল উদ্ধার করে। এসময় আজিজ (২২)পিতা সিদ্দিক কারিকর ও রেজাউল (২৩) পিতা তমিজউদদীন নামে দুই চোরকে আটক করে।
চোরের পক্ষপাতিত্ব নিয়ে তালমা ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষের রুপ নেয়। খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, জেতী প্রু ও নগরকান্দা থানা অফিসার ইনচার্জ জনাব, সেলিম রেজা বিপ্লব সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্হানে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এবিষয় তদন্তকারী কর্মকর্তা এস আই আবুল কালাম আজাদ বলেন চোরের বাড়ি থেকে চাউল সহ দুইজন চোরকে ধরে থানায় সোপর্দ করা হয়েছে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”