বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:২৫

ঋণ বিতরণ ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকারের বিশেষ প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪% সরল সুদে এস এমই ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। “এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এস এমই ঋণ” এই শ্লোগানকে সামনে রেখে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে নেত্রকোণার বারহাট্টা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, মুহাম্মদ মাইনুল হক বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিভিন্ন খাতে ৯জন উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্ধোধন করেন।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব, এস. এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও পল্লী উন্নয়ন কর্মকর্তা শিরিন আক্তারের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাইমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ খান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস আহম্মেদ বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
পল্লী উন্নয়ন কর্মকর্তা জানান, অতিমারি করোনা (কোভিড- ১৯) পরিস্থিতিতে উপজেলার ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের ক্ষতি পোষিয়ে নেয়া ও তাদের জীবনমান উন্নয়নে সহায়তাদানের লক্ষ্যে এই ঋণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার নয়জন উদ্যোক্তাকে ৫০ হাজার থেকে দুই লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। মৎস্যচাষ, গাভী ক্রয়, বিভিন্ন প্রকার ক্ষুদ্র ব্যবসা প্রভৃতিখাতে ঋণের টাকা ব্যয় করা হবে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”