শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৮

এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ডিবি পুলিশের হাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিন কেজি গাজাসহ মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী মোড়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (০১ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে ঢাকাগামী পরিবহনের একটি বাসে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে শিবালয় উপজেলার উথুলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের নুর ইসলামের ছেলে ছোটন শেখ (২৬)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো: হানিফ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালিয়ে ছোটন শেখকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা একটি স্কুলব্যাগ থেকে তিন কেজি গাজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।