মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:৪২

নদী থেকে ভাসমান শিশুর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিহাব (১০) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে মাদারীপুরে নিখোঁজের ৫ দিন পরে কুমার নদী থেকে। নিহত শিহাব মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার বঙ্গবন্ধু আশ্রয়ণ প্রকল্পের দেলোয়ার মজুমদারের ছেলে।
গত শনিবার দুপুরে বাড়ীর পাশের কুমার নদীতে গোসল করতে নামে। এরপর থেকে নিখোঁজ থাকে শিশু শিহাব। ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করার পরেও শিশুকে পানি থেকে উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে শিশু শিহাবের মরদেহ নদীতে ভেসে উঠে। পরবর্তীতে মাদারীপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিহাবের বাবা দেলোয়ার মজুমদার বলেন, গত ৫ দিন যাবত কত খুঁজেছি কিন্ত পাই নাই। কিন্ত আমরা বুঝতেই পারি নাই, আমার ছেলে পানিতে পড়তে পারে, তারপরও আমরা নদীতে অনেক খুঁজেছি কিন্ত কোন খোঁজ মেলেনি। সকালে আমার সন্তানের লাশ ভেঁসে উঠে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ শিকদার বলেন, গত শনিবার দুপুরে বাড়ীর পাশের কুমার নদীতে শিশুটি গোসল করতে গিয়ে ডুবে যায়। আমরা দুইদিন নদীতে অনেক খোঁজাখুজি করেও শিশুটিকে উদ্ধার করতে পারিনি। শিশুটি যে স্থানে গোসল করতে নেমেছিল তার অনেক দূরে বৃহস্পতিবার সকালে নদীর এক প্রান্তে শিশুটির মরহেদ ভেসে উঠে। আমরা ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মো. সাইফউদ্দিন গিয়াস জানান, আমি গত শনিবার বঙ্গবন্ধু আশ্রায়ণ প্রকল্পে পরিদর্শনে গিয়েছিলাম তখন নিখোঁজ ছেলের পরিবার জানিয়েছিল তাকে পাওয়া যাচ্ছে না তখন আমি আমার লোকজনসহ ফায়ার সার্ভিস কে জানাই এবং নদী তল্লাশীর করার জন্য বলি কিন্ত অনেক খোঁজাখোঁজির পর তাকে পাওয়া যায়নি। শুনলাম তার লাশ একই নদীতে ভেসে উঠেছে এরপর আমি ফায়ার সার্ভিস দিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া এই পরিবারের জন্য যতটুকু সহযোগীতা প্রয়োজন আমার উপজেলা প্রশাসণ মাধ্যমে করা হবে।