মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:৪২

করোনা উপসর্গের কারনে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি জাহাজে সাতজন নাবিকের দেহে করোনার উপসর্গ থাকায় ওই জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই সকল নাবিককে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ আর সেই জাহাজ চট্টগ্রাম বন্দরে চীন থেকে ডিএপি সার নিয়ে আসছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব জনাব, ওমর ফারুক রবিবার (২২ আগস্ট) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চীনের ন্যানটং বন্দর সার নিয়ে আসা এমভি সেরেন জুনিপার নামে জাহাজটির ৭ জন নাবিকের শরীরে তাপমাত্রা বেশি পাওয়া গেছে। তাই বন্দর কর্তৃপক্ষের স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এছাড়া আপাতত জাহাজটি থেকে পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে।
বন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা জনাব, মো. নুরুল আবছার জানান, জাহাজের ক্যাপ্টেন স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে নাবিকদের করোনার উপসর্গ থাকার বিষয়টি অবহিত করেছেন। এরপরই সাগরে অবস্থানরত জাহাজে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফলের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।