বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৬

চোলাইমদসহ গেপ্তার নেত্রকোনায় ২ নারী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশ সুপার জনাব, আকবর আলী মুন্সীর দিক -নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মাহমুদুল হকের তও্বাবাধায়নে নেত্রকোনা ইসলামপুর এলাকায় নেত্রকোনা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৭৫ লিটার চোলাইমদ সহ দুই নারী মাদক ব‍‍্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত আসামিরা হলেন (১) আরতী রানী(৪০) স্বামী রতন দাশ, ও (২) মিনতী রানী(৪২) স্বামী জহুর লাল দাশ, নামে দুইজনকে আটক করেছে নেত্রকোনা ডিবির এসআই খন্দকার আল মামুন ও তার ফোর্স বাহীনি। উভয় আসামীর বাড়ি মদন উপজেলায়।
বুধবার (১৮ আগস্ট) সকাল ১১টায় ডিবি অফিসের পক্ষ থেকে আটকের বিষয়টি জানানো হয়।
নেত্রকোনা ডিবি অফিসের ইনচার্জ ওসি জনাব, এটিএম মাহমুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে সদর উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ডে ইসলামপুর সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৭৫ লিটন চোলাইমদ পাওয়া যায় এবং পরে নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নেত্রকোনা জেল হাজতে পেরন করা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”