ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুধবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা নিতে আশা মানুষের ভিড় দেখা যায়।
টিকা নিতে আসা উৎসুক জনতাকে সামাল দিতে প্রশাসনের সহযোগিতা চায় হাসপাতাল কর্তৃপক্ষ। যে কারনে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, জেতী প্রু, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব, সেলিম রেজা বিপ্লব সংগীয় পুলিশ ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে সকলকে টিকা নিতে বলেন। টিকা নিতে আসা বয়োবৃদ্ধ মানুষকে তারা টিকা নিতে সহযোগিতা করেন এছাড়া মানুষের ভিড়ে অসুস্থ হওয়া ব্যক্তিদের সেবা দিতে পুলিশের ভুমিকা ছিলো চোখে পড়ার মতো। সরকার ঘোষিত করোনা টিকা দেশের প্রতিটি উপজেলায় কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে সবাই টিকা নিতে পারবে বলে জানান নগরকান্দা হাসপাতাল কর্তৃপক্ষ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”