শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:০২

বাউফলে ইজিবাইক চালকদের ব্যক্তিগত প্রচেষ্টায় মেইন সড়কের মেরামত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে কালিশুরী ইউনিয়নের স্থানীয় ইজিবাইক চালকদের যৌথ প্রচেষ্টায় চলাচল অনুপযোগী একটি রাস্তা মেরামতের মহতি উদ্যোগ গ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসছে। কালিশুরী ইউনিয়নে, কাছিপাড়া থেকে কালিশুরী যাতায়াতের একমাত্র সড়কটি (৬ আগস্ট) শুক্রবার মেরামত করেন রাজাপুর, ছিটকা, কালিশুরী ও স্থানীয় প্রায় ৪০ থেকে ৫০ জন‌ ইজিবাইক চালক। এ বিষয়ে ইজিবাইক চালকদের সাথে কথা হলে তারা বলেন,কাছিপাড়া থেকে কালিশুরী যাতায়াতের এটাই হল প্রধান সড়ক। সড়কটি ফরাজি বাড়ির তিন রাস্তা মোড় থেকে চৌকিদার বাড়ির মাদ্রাসা পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে যাওয়ায় ট্রলি, মোটর সাইকেল, ট্রাক, সিএজি, ইজিবাইক সহ হাজারো মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়।
এ বছর বর্ষার শুরুর দিক থেকে রাস্তাটির ভিতর ছোট-বড় অনেক খানাখন্দ তৈরি হয় তাই এখন আর আমাদের গাড়ি চালানোর কোন উপায় নেই। প্রতিদিন ঘটছে দূর্ঘটনা, অনেক মালবাহি গাড়ি আটকে যাচ্ছে গর্তে, ভোগান্তি যেন চরম পর্যায়ে পৌঁছেছে এমনটাই তুলে ধরেন স্থানীয় চালক ও বাসিন্দারা।
সড়ক মেরামতের বিষয়টি নিয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে কোন সহায়তা পাইনি এবং জনপ্রতিনিধিদের সাথে কথা বলেও কোন সমাধান পাইনি, তাই সকল ইজিবাইক চালকরা একত্রিত হয়ে মেরামতের উদ্যোগ নেই, তারই ধারাবাহিকতায় আমরা ইট ও বালু দিয়ে মেরামতের কাজ সম্পন্ন করেছি।
বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা হলে তারা বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং তাদের এই কাজের মাধ্যমে ভোগান্তির হাত থেকে রক্ষা পাবে হাজারো সাধারণ মানুষ।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”