ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অসহায় মানুষের সেবায় এবং বৈশিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের সেবার জন্য পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধুর সহধর্মীনি মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার সকাল ৯টায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ অক্সিজেন ব্যাংক উদ্বোধন করেন।
৮ আগষ্ট রবিবার সকাল ৯টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ অক্সিজেন ব্যাংক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব, কাজী আলমগীর। এসময় সংরক্ষিত মহিলা আসন-৩২৯ এর সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার জনাব, মোহাম্মদ শহীদুল্লাহ ও জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি জনাব, আবদুল মান্নান, পৌর মেয়র জনাব, মহিউদ্দন আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি জনাব, স্বপন ব্যার্নাজীসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৩টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়।
“মিজানুর রহমান অপু সংবাদদাতা পটুয়াখালী”