ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রশাসনের উদ্যোগে নেত্রকোণার বারহাট্টায় উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (৮ আগস্ট) এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব, এস. এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, মুহাম্মদ মাইনুল হক প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়লা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব, ডাঃ মুস্তাফিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব, ডাঃ মহিউদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব, মোহাইমিনুর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জনাব, শাহ মুহাম্মদ আব্দুল কাদের, সাবেক ডিএডি মুক্তিযোদ্ধা জনাব, মোঃ নূর উদ্দিন প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন ।
আলোচনা শেষে মহিলা অধিদপ্তরের পক্ষ হতে প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”