সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪২

ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে জরিমানা পটুয়াখালীতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌথ উদ্যোগে ৭ তারিখ দুপুর আনুমানিক ১:৪৫ মিনিটেরর সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও পটুয়াখালী র‍্যাব-৮সিপিসি-১পটুয়াখালী ক্যাম্প এর পটুয়াখালী জেলার সদর থানার সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করে ফার্মেসীতে নমুনা ঔষধ বিক্রয় করার অপরাধে, ১। সোনালী মেডিকেল হল এর মালিক সঞ্জয় কর্মকার(৫৩), পিতা-নিত্যানন্দ কর্মকার, সাং-সদর রোড, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ২০ হাজার টাকা এবং ২। মদিনা মেডিকেল হল এর মালিক ইসমাইল হোসেন খান(২৮), পিতা-আঃ আজিজ খান, সাং-সদর রোড, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৮ হাজার টাকা সহ সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব, মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৩৮ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।
এই বিষয়ে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত সহকারী পরিচালক জনাব, শহীদুল ইসলাম গণমাধ্যকে জানায়, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে।
“মিজানুর রহমান অপু সংবাদদাতা পটুয়াখালী”