শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৬

আটক ১ জন হেরোইনসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ আটক করেছে র‌্যাব-৪ সিপিসি ৩, মানিকগঞ্জ ক্যাম্প অপারেশন টিম আর এই ঘটনা ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বাড়বাড়িয়া এলাকা থেকে।
রবিবার (০৮ আগস্ট) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ধামরাই থানাধীন গাংগুটিয়া ইউনিয়নের বাড়বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলারনয়াডিঙ্গি এলাকার মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ জুলহাস ওরফে জুলু (৫০) ।
র‌্যাব-৪ সিপিসি ৩ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার জনাব, আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও হেরোইন বিক্রির নগদ ২৪,৮০০ টাকা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ হেরোইন সেবন ও ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।