বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:০৬

‘মেয়র অক্সিজেন ব্যাংক, অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের উদ্বোধন বাউফলে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জনাব, মোঃ জিয়াউল হক জুয়েলের উদ্যোগে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব, ডাঃ প্রশান্ত কুমার সাহার কাছে এ অক্সিজেন সিলিন্ডারগুলো প্রদান করা হয়। মেয়রের পক্ষথেকে বাউফল পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার জনাব, মু. আতিকুল ইসলাম অক্সিজেন সিলিন্ডারগুলো প্রদান করেন।
অক্সিজেন প্রদানকালে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার জনাব, ডাঃ এ এস এম সায়েম, প্যানেল মেয়র জনাব, আবদুল লতিফ খান বাবুল, উপসহকারী প্রকৌশলী (সিভিল) জনাব, মোঃ জহিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী ( বিদ্যুৎ) জনাব, মোঃ মাইনুল ইসলাম সুমন, কাউন্সিলর জনাব, শংকর কুমার পাল, সেনিটারী ইন্সপেক্টর জনাব, জাকির হোসেন, আদায়কারী জনাব, দেলোয়ার হোসেন, রওশন জাহান নেন্সি প্রমূখ।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জনাব, জিয়াউল হক জুয়েল বলেন, করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য “মেয়র অক্সিজেন ব্যাংক” এর উদ্যোগে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছি। চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি করা হবে। এ ছাড়াও হোম আইসোলেশনে থাকা রোগীদের জন্য হটলাইন নম্বর চালু করা হয়েছে। হটলাইন নম্বর হলো ০১৭৫১৬০৮৯৯৯ ও ০১৭১৬৬৪৪৯৩০। এই নম্বরে ফোন দিলে পৌরসভার মধ্যে রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হবে।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”