ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলা শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং পৌরসভার সহযোগিতায় বৃহস্পতিবার জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জেষ্ঠপুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব, আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক জনাব, কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার জনাব, মো. আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান জনাব, প্রশান্ত কুমার রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব, জিয়া আহমেদ সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব, মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব, মো. মনির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট (নেজারত ডেপুটি কালেক্টর) জনাব, মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সর্বস্থরের নেতৃবৃন্দ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”