বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৪২

১৩ লাখ টাকার ইয়াবা উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৩ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব, ইকবাল হোসেন (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীর পেট থেকে আর এই ঘটনা কুমিল্লায়।
আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিশেষ কৌশলে পেটের ভেতরে ইয়াবা নিয়ে পাচারকালে গ্রেপ্তার হয়েছেন ইকবাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদরের আমতলী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তার পেট থেকে ৪ হাজার ৩৭৫ পিচ ইয়াবা উদ্ধার করে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
বুধবার রাতে র‌্যাব-১১ এর কুমিল্লাস্থ সিপিসির অধিনায়ক মেজর জনাব, মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ইকবাল হোসেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ হরিনা গ্রামের মৃত হাজী আশরাফ আলীর ছেলে।
এ বিষয়ে মেজর জনাব, মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদরের আমতলী এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে চিকিৎসকের সহায়তায় তার পেট থেকে চার হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ইকবাল দীর্ঘদিন ধরে পাকস্থলীতে করে অভিনব কায়দায় দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বহন করে আসছিলেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আনোয়ারুল আজিম বলেন, মামলা দায়ের পূর্বক মাদক ব্যবসায়ী ইকবালকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।