বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:৪০

দুই জন মাদক ব্যবসায়ী আটক র‌্যাবের হাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪ সিপিসি ৩, (মানিকগঞ্জ ক্যাম্প অপারেশন টিম) আর এই ঘটনা মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকায়।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জয়রা এলাকায় অভিযান চালিয়ে ২.৫০ গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, জয়রা এলাকার মৃত তারা মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন তোফা (৩৫) ও মৃত আনসার উদ্দিনের ছেলে মো: গোফরান মিয়া (৫০)।
র‌্যাব-৪ সিপিসি ৩ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার জনাব, আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দুইটি মোবাইল ফোন ও হেরোইন বিক্রির নগদ ৭২০ টাকা উদ্ধার করা হয়। এরা দীর্ঘদিন যাবৎ হেরোইন সেবন ও ব্যবসার সাথে জড়িত। এদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।