ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে মঙ্গলবার জেলা সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নেত্রকোনা পৌরসভা, গণপুর্ত্ত অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের অংশগ্রহনে নেত্রকোনা ও মোহনগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৫০০ পিস মাস্ক বিতরন করা হয়েছে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে।
জেলা শহরের মগড়া ব্রীজ পয়েন্টে সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব, মো. আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক কাজি জনাব, মো. আবদুর রহমান। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব, জিয়া আহমেদ সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব, মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব, মো. মনির হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব, মো. হামিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব, এস.এম শাফিন হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট (নেজারত ডেপুটি কালেক্টর) জনাব, মো. সাইফুল ইসলাম, প্যানেল মেয়র-১ জনাব, এস. এম মহসিন আলম প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”