বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৬

ধর্ষনের অভিযোগে খাগড়াছড়ির পানছড়িতে একজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মামুন খন্দকার (১৯) নামে একজন আটক আর এই ঘটনা খাগাড়াছড়ি জেলা সীমান্তবর্তী পানছড়িতে। আটককৃত যুবক পানছড়ি সদর ইউনিয়নের কলাবাগান গ্রামের প্রবাসী রফিকুল ইসলাম খন্দকারের ছেলে। আজ বুধবার (১৪ জুলাই ২০২১খ্রিঃ) পুলিশ আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, দুলাল হোসেন।
পুলিশ ও স্থানীয় তথ্যমতে, একই গ্রামের প্রতিবেশী ও একই ক্লাসের হওয়ার সুবাদে মামুনের সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় প্রেম থেকে প্রণয় ও শারীরিক সম্পর্ক। পরে প্রেমিকা বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে বিপত্তি ঘটে। গত ৯ জুলাই মামুন তার মা-বোনসহ ভিকটিমকে মারধর করে। বিষয়টি সামাজিকভাবে সমাধান না হওয়ায় ভিকটিমের বাবা বাদী হয়ে পানছড়ি থানায় অভিযোগ দায়ের করেন।
মামুন খন্দকারের মা হালিমা বেগম জানান, মেয়েটির সাথে মামুনের প্রেমের সম্পর্কের খবর শুনে আমি ছেলেকে বকা দিয়েছি। মেয়ের বাবার কাছে তাদের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। তারা তা না মেনে উল্টো থানায় মিথ্যা মামলা দায়ের করেছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোঃ দুলাল হোসেন বলেন, ভিকটিমের বাবা থানায় ধর্ষন ও মারধরের লিখিত অভিযোগ করে। পরে অভিযোগ পেয়ে তাৎক্ষনিক তদন্ত সহকারে আসামীকে আটক করি। আটককৃত মামুনকে কোর্টে পাঠানো হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার কাজ চলমান আছে।