ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রথম ডোজের টিকাদান কর্মসূচি আবারও শুরু হয়েছে। আজ থেকে সারাদেশে এই টিকা দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ফাইজার এবং চীনের সিনোফার্মের দুই ধরনের টিকাই দেওয়া হচ্ছে। ফাইজারের টিকা দেওয়া হচ্ছে ৭ টি কেন্দ্রে।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর এবং টিকা কর্মসূচির পরিচালক ডা. জনাব, শামসুল হক জানান, ফাইজারের টিকা কার্যক্রম বৃহস্পতিবার থেকে চালু হবে। সারাদেশে এই টিকা পরিবহন করা কঠিন, তাই আমরা শুধু ঢাকায় সাতটি কেন্দ্র নির্ধারণ করেছি। কেন্দ্রগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
করোনার সংক্রমণ রোধে বিদেশগামী প্রবাসী কর্মীদের যুক্তরাষ্ট্রের ফাইজার এবং চীনের সিনোফার্মের এই দুই টিকাই দেওয়া হবে। এ ক্ষেত্রে সৌদিআরব, কুয়েতসহ যেসব সিনোফার্মের টিকা নিয়ে জটিলতা রয়েছে, শুধু তাদেরই ফাইজারের টিকা দেওয়া হবে। আর বাকি সব প্রবাসীদের দেওয়া হবে সিনোফার্মের টিকা।