শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৭

ফেসবুক ব্যবহারকারী বেড়েছে এক বছরে ১ কোটি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার ২০২০ সালের এপ্রিল মাসে। আর ২০২১ সালের মে পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারকারী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার। কোভিড পরিস্থিতিতে শেষ এক বছরের দীর্ঘ সময় ঘরবন্দি থাকা মানুষের মধ্যে বেড়েছে ফেসবুকের ব্যবহার।
বর্তমানে দেশের মোট জনসংখ্যার ২২ দশমিক ৩ শতাংশ মানুষ ব্যবহার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় এই প্লাটফর্মটি। গত এক বছরে এই প্লাটফর্মটি ব্যবহারকারীর সংখ্যা বেড়ে প্রায় এক কোটি। করোনা পরিস্থিতির মধ্যে শুধু ফেসবুকই নয়, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে মেসেঞ্জার এবং ইনস্টগ্রামের মত প্লাটফর্মগুলোরও ব্যবহার বেড়েছে।