ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আর এই ঘটনা চট্টগ্রামের মিরসরাইয়ে।
শনিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- সালাউল্লাহ পলাশ ও নুরুল হুদা দুলাল।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) জনাব, হেলাল উদ্দিন চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা করেন তার মেয়ে। এর মধ্যে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধা মো. শাহজাহানকে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। তিনি ওই উপজেলার ওসমানপুর ইউনিয়নের রেহান উদ্দিন হাজী বাড়ির গণি আহম্মদের ছেলে।