ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আর এই ঘটনা বগুড়ায়। গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার উত্তর পাড়ার মৃত ইয়াসিন আলির ছেলে রিজা মিয়া (৪০)।
বুধবার (১৯ মে) সন্ধ্যায় র্যাব-১২ বগুড়া ক্যাম্প ওই ব্যক্তির নিজ বাড়িতে অভিযান চালায়। পরে তার কাছ থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া রিজা মাটি খনন করতে যেয়ে সে মূর্তিটি পায়। পরে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।