রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:২৯

বাবার হাতে ছেলে খুন হয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছেলেকে গলাকেটে হত্যা করেছে বাবা আর এই ঘটনা মাদারীপুরের কালকিনিতে পরকীয়ার জেরে। পরে বিষ খাওয়া অবস্থায় বাবাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে।
রবিবার (২৫ এপ্রিল) রাতে কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, সম্প্রতি মাদারীপুরের কালকিনির গোপালপুরের তোফাজ্জেল হোসেনের স্ত্রী মিনারা একই এলাকার চা বিক্রেতা আব্দুর রশিদের সাথে পরকীয়ায় সম্পর্ক গড়ে তোলে। মিনারা দেড় মাস আগে রশিদের সাথে চলে যায়। পরে তোফাজ্জেলের মনের ভেতর শুরু হয় মানসিক যন্ত্রণা। লোকলজ্জার ভয়ে ছেলে ও নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করে তোফাজ্জেল।
সেই অনুযায়ী রোববার রাত ১০টার দিকে তোফাজ্জেল ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে গলাকেটে হত্যা করে। পরে সে বিষ পান করে নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালায়।
খবর পেয়ে পুলিশ এসে নিহত ছেলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পাশাপাশি তোফাজ্জেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে সে ভর্তি আছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।