বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:১৮

কৃষকের তিন বিঘা জমির ধান কেটে দিয়েছে যুবলীগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের
চেয়ারম্যান ও সাধারন সম্পাদকের আহবানে সাড়া দিয়ে কলাপাড়ায় কৃষকের ক্ষেতের
ধান কেটে দিয়েছে উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা।
রোববার সকালে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের এক
কৃষকের ক্ষেতের পাকা ধান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ
জাকির হোসেনের নেতৃত্বে কেটে দিয়েছে যুবলীগ। এসময় উপস্থিত ছিলেন
উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মো: শহীদ, পৌর যুবলীগ সহসভাপতি শেখ
মো: যুবরাজ, সাংগঠনিক সৈয়দ মনিরুজ্জামান মারুফ, উপজেলা ছাত্রলীগের
সাবেক সহসভাপতি আরিফুল রহমান, সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের
ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: নাছিমুজ্জামান রাতুল, মো: জাহিদুল
ইসলাম, সোহাগ হাওলাদার প্রমূখ। কৃষক কবির মিয়া জানান, টাকার অভাবে
শ্রমিক নিতে না পারায় আমি ও আমার ছেলেকে সাথে নিয়ে রোবার সকালে মাঠে
ধান কাটতে ছিলাম হঠাৎ করে দেখি যুবলীগ নেতা-কর্মীরা ক্ষেতে নেমে ধান কাটতে
শুরু করে আমাকে সাহায্য করছে। একই কথা বললেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন এবং তিনি জানান শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেনা
তাই আমরা টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকার দুই কৃষকের প্রায় তিন বিঘা
জমির ধান ৩৫/ ৪০ নেতা-কর্মী নিয়ে ধান কেটে দিয়েছি।