ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জের আলোচিত সেই বাস চালক ওয়াসিম মিয়াকে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজাতে প্রেরণের নির্দেশ দেন।
প্রসঙ্গত, ১৩ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুরের বকশীগঞ্জ কামালপুর সড়কের বাট্টাজোড় সুর্যনগর এলাকায় রাস্তায় এক শিশুকে চাপা দিলে ঘটনা স্থলেই মারা যায় ইয়াকুব আলী (১০) নামে সেই শিশু। বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করলে নতুন বাজার এলাকায় স্থানীয়রা বাসসহ চালক ও চালকের সহকারীকে আটক করে রাখে। পরবর্তি সময়ে তারা পুলিশের হাতে তুলে দেয়।
এই ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা রুজ্জু করা হয় এবং বুধবার যথারীতি তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।